Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

 

  নদী:

হালদা পূর্বাঞ্চলেরএকটিনদী।পার্বত্য চট্টগ্রামের বদনাতলী পাহাড় হতে উৎপন্ন হয়ে এটি ফটিকছড়ির মধ্যদিয়ে    চট্টগ্রাম জেলায় প্রবেশ   করেছে।এটি   এরপর দক্ষিণ-পশ্চিমে ওপরে দক্ষিণে  প্রবাহিত হয়ে  ফটিকছড়ির বিবিরহাট, নাজিরহাট, সাত্তারঘাট, ওঅন্যান্যঅংশ, হাটহাজারী, রাউজান, এবং চট্টগ্রাম শহরের কোতোয়ালী  থানার মধ্য দিয়ে প্রবাহিত  হয়েছে।এটি  কালুর ঘাটের নিকটে কর্ণফুলী নদীর সাথে  মিলিত  হয়েছে।এর   মোট  দৈর্ঘ্য ৮১কিলোমিটার, যার  মধ্যে ২৯ কিলোমিটার অংশ  সারা  বছর  বড়  নৌকা  চলা চলের উপযোগী  থাকে।

 

খাল:১/ বৈজ্জ্যাখালী খাল।

      ২/কেরানী হাট খাল।