১/ শ্রী শ্রী রক্ষাকালী মন্দির,কেরানী হাট,পশ্চিম গুজরা।
সংক্ষিপ্ত বর্ননা: স্থানীয় গ্রামবাসী ভক্তগন মিলে ১৭৬৫ইং সালে পূজা অর্চনার উদ্দেশ্যে উক্ত কালীমন্দির ও মুর্তি প্রতিষ্ঠা করেন।
যোগাযোগ: সভাপতি:শিবু চক্রবর্ত্তী -০১৮১৯৮০০২০৩।
সাধারণ সম্পাদক: কাঞ্চন বিশ্বাস - ০১৮১৯৩৭৩০৭৪।
২/শ্রী শ্রী কৈলাসেশ্বরী কালী মন্দির ।
সংক্ষিপ্ত বর্ননা: ১৯৩৩ইং সালে উপমহাদেশের প্রখ্যাত মহাসাধক শ্রী শ্রী মৎ সাধুবাবা তারাচরন পরমহংসদেব ও তার ভক্তগন মিলে সাধকের জেঠা কৈলাসচন্দ্র দত্ত ও পিতা রসিকচন্দ্র দত্তের শ্বশানের উপর জেঠা মহাশয়ের নামে কৈলাসেরশ্বরী কালী মন্দির ও কালী মুর্ত্তি প্রতিষ্ঠা করেন।
সভাপতি: বাবু সুনিল চৌধুরী -০১৮১৫৯২৯১৫৪।
সাধারন সম্পাদক: বাবু মাখন বনিক - ০১৮১৭৭৬৬৫৯০।
৩/জ্বালাকুমারী মাতৃমন্দির ও স্মৃতি সংসদ ( আশালতা কলেজের পূর্ব পার্শ্বে)
সংক্ষিপ্ত বর্ননা:১৯৮০ইং সালে গ্রামবাসী ভক্তগন মিলে পুর্জা অর্চনা ও প্রার্থনার উদ্দেশ্যে উক্ত মন্দির ও মু্র্ত্তি প্রতিষ্ঠা করেন।
সভাপতি :বাবু সুধির মুহুরী -০১৮১৮৮৫৪০৮৮।
সাধারণ সম্পাদক:বাবু শ্রীকান্ত চৌধুরী- ০১৮১৪৯৮৫৩৭০।
৪/ স্বরুপানন্দ স্মৃতি মঠ।
সংক্ষিপ্ত বর্ননা: সীতাকুন্ড শংকর মাঠের প্রতিষ্ঠাতা সাধক স্বরুপানন্দের জন্ম ভিটার উপর ১৯৯০ইং সালে উক্ত মন্দির প্রতিষ্ঠা করেন।
সভাপতি: বাবু ধ্রুবব্রত চক্রবর্ত্তী - ০১৭৪৬১২১০৩০।
সা:সন্পাদক: বাবু রনজিত দাশ-০১৮১৯৭৪৯৩৪৭।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS