Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সরকারের ধারাবাহিকতা রক্ষায় সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে
Details

সরকারের ধারাবাহিকতা রক্ষায় সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে

রাউজানে সাংসদ ফজলে করিম চৌধুরী

রাউজান প্রতিনিধি

বুধবার , ২৫ জুলাই, ২০১৮ at ৭:৫০ পূর্বাহ্ণ

5

http://dainikazadi.net/wp-content/uploads/2018/07/MP-PIC-URKIRCHOR.24.07.jpg

রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি গত মঙ্গলবার দক্ষিণ রাউজানের দুটি পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, এখন সকলকে মনোযোগী হতে হবে নির্বাচনের দিকে। ঘরে ঘরে গিয়ে মা বোনদের বুঝাতে হবে বর্তমানের সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে। ইতিপূর্বে দক্ষিণ রাউজানে বাস্তবায়িত অন্যান্য উন্নয়ন প্রকল্পের সাথে রেললাইন, মোহরা–কচুখাইন ব্রিজ, খাদ্য গুদাম, শিশু শোধনাগার,নতুন থানা, আরবী বিশ্ববিদ্যালয়, বিদ্যুৎ সাব স্টেশন,আইটি পার্ক, কাপ্তাই সড়ক সমপ্রসারণসহ যেসব কাজ বাকি রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। ৭০ হাজার মানুষের কর্মসংস্থানের জন্য দ্রুততার সাথে গড়ে তুলতে হবে রাউজানে বিসিক শিল্প নগরী। এসব কাজ শেষ করার জন্য দরকার শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা রক্ষা। সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে নৌকার পক্ষে। তিনি বলেন, রাউজান এখন শান্তি সমৃদ্ধির জনপথ।

অনেক ত্যাগ ও কষ্ঠে অর্জিত রাউজানের শান্তি সমৃদ্ধি কোনো অপশক্তির হাতে যাতে বাঁধাগ্রস্ত না হয় সেদিকে সকলকে নজর রাখতে হবে। তিনি বলেন, রাউজান এখন সাফল্য ও সমৃদ্ধির জন্য সারাদেশে আলোচিত উপজেলা। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আবাসনসহ সবকিছুতে অন্যান্য উপজেলা থেকে এগিয়ে। রাউজানবাসী কৃতিত্ব দেখিয়েছেন প্রধান মন্ত্রীর হাত থেকে তিন বার শ্রেষ্ঠত্বের জাতীয় পুরষ্কার গ্রহণ করে। বিগত সময়ে পর পর তিনটি নির্বাচনে নৌকাকে বিজয়ী করে উপহার দিয়েছেন নেত্রীকে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে যার যার অবস্থা থেকে কাজ করতে হবে।

সাংসদ প্রথম কর্মসূচিতে অংশ নিয়ে উরকিরচর ইউনিয়নের বজ্যাখালী গেইট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে স্বাগত জানায় স্থানীয় চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জোনায়েদ কবির সোহাগ, ইউনিয়ন আ’লীগের সভাপতি দুলাল বড়ুয়া, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী জসু, উরকিরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম,মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ আয়ুব, মহিউদ্দিন ইমন, জাহাঙ্গীর আলম সুমন,শেখ মনিরুল ইসলাম, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ সালাউদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা। এরপর তিনি নোয়াপাড়া বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি এম.আবদুল্লাহ’র স্মরণ সভায় যোগদেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী। কলেজ পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীর সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বলেন, মরহুম এম.আবদুল্লাহ ছিলেন, উচ্চ শিক্ষিত এবং সমাজের গুণী ব্যক্তি। তিনি একাধারে ৩০ বছর কলেজের সাথে ছিলেন। তিনি বলেন, যে সমাজে গুণীজনকে সম্মান দেয়া হয় না, সেই সমাজে গুনি জন্ম নেয় না। গুণীজনদের প্রতি যথাযত সম্মান দেয়া আমাদের উচিত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম,সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আহমদ, কলেজ পরিচালনা কমিটির সদস্য মঞ্জুর হোসেন, মরহুম এম আবদুল্লাহ’র পুত্র স্থপতি আশিক ইমরান, প্রফেসর মাহবুবুর রহমান, প্রফেসর সৈয়দ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া মেম্বার, আওয়ামীলীগ নেতা সোলাইমান বাদশা, যুবলীগ নেতা হাফিজুর রহমান মেম্বার প্রমুখ।

 

Images
Attachments
Publish Date
25/07/2018
Archieve Date
25/07/2018